প্রকাশিত: Tue, Jun 13, 2023 8:56 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:57 AM

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া

শাহানুজ্জামান টিটু: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে আছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সন্ধ্যায় এ কথা জানান।

খালেদা জিয়া সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গুলশান বাসভবন ফিরোজা থেকে রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।  তার আগে মেডিকেল বোর্ডের দুই সদস্য তাকে পরীক্ষানিরীক্ষা করে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন। 

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরীক্ষা শেষে ২ দিন পর আবার গুলশানের বাসায় ফিরে আসেন।

খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব